Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০১৭

কুষ্টিয়া সদর উপজেলায় মাসকলাই প্রদর্শনীর সংগ্রহোত্তর প্রযুক্তির ওপর মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2017-03-22

নারী পুরুষের সমান অংশগ্রহণে কুষ্টিয়া সদর উপজেলায় মাসকলাই প্রদর্শনীর সংগ্রহোত্তর প্রযুক্তির উপর এক মাঠ দিবস গত ২১ মার্চ অনুষ্ঠিত হয়। চাষী পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সদর এর আয়োজনে পৌরসভার বারখাদা ব্লকের মীরপাড়া গ্রামে মাসকলাই প্রদর্শনীর সংগ্রহোত্তর প্রযুক্তির উপর মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। ডাল ফসলের আমদানী নির্ভরতা কমানো, স্বল্প মেয়াদী, অধিক উৎপাদনশীল ডাল উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদ প্রচার এবং চাষীদের  মাঝে এর আবাদ কৌশলসহ মাসকলাই এর সংরক্ষন কৌশল জনপ্রিয় করাই ছিল এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মাঠ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম হোসেন। তিনি বলেন, কৃষির উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কৃষকদের যে কোন পরামর্শের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও তার সাথে যোগাযোগ করার জন্য আগত কৃষক-কৃষাণিকে অনুরোধ জানান।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাক কৃষিবিদ ড.এম সাহাব উদ্দীনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরমেয়র জনাব আনোয়ার আলী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা । প্রধান অতিথি কুষ্টিয়া পৌরমেয়র জনাব আনোয়ার আলী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । কৃষি এবং কৃষকের টেকসই উন্নয়নের লক্ষে সরকার কৃষি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বীজ এবং প্রনোদণা সহায়তা সময় মত সরবরাহ করছেন বিধায় আজ কৃষিতে দ্রুত উন্নয়ন সাধিত হচ্ছে। অনুষ্ঠানের সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাক কৃষিবিদ ড.এম সাহাব উদ্দীন  বর্তমান সরকারের কৃষিতে সাফল্য ও উন্নয়ন দেশে-বিদেশের সকলের নজর কেড়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন। আমাদেরকে কৃষিতে আরো অগ্রসর হতে হবে এবং নতুন নতুন জাত ও প্রযুক্তি মাঠে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে দুইশতাধিক কৃষক-কৃষাণী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চালন করেন উপসহকারী কৃষি অফিসার মো. সাইফুল্লাহ।